স্কুলের মার্চ মাসের বেতন পরিশোধ প্রসঙ্গে

সম্মানিত অভিভাবক/অভিভাবিকা, আসসালামু আলাইকুম/আদাব।

দীর্ঘ এগারো মাস প্রতীক্ষার পর প্রতি বছরের মতো মুসলমানদের জন্য রহমত, মাগফেরাত ও নাজাত নিয়ে এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এ পবিত্র ও মহোত্তম মুহুর্তগুলোতে আপনাদের প্রতি রইল মহান এ মাসটির মহিমামন্ডিত শুভেচ্ছা। সিয়াম সাধনার পাশাপাশি এগিয়ে আসছে মুসলমানদের আনন্দ-উচ্ছ্বাসসমৃদ্ধ সর্ববৃহৎ পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। স্কুলের একাডেমিক ক্যালান্ডারের সিডিউল অনুযায়ী আগামী ২০ মার্চ এর পর থেকে স্কুল বন্ধ হয়ে যাবে এবং পুনরায় স্কুল খুলবে এপ্রিল মাসের ০৮ তারিখ। তাই আগামী ১০ মার্চ এর মধ্যে শিক্ষক-কর্মচারী সকলকে মার্চ মাসের বেতনসহ মার্চ মাসের স্কুল বিল্ডিং ভাড়া প্রদান করতে হবে। আপনারা অবগত আছেন যে, এ প্রতিষ্ঠান পুরোপুরিভাবে শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত বেতনের উপর নির্ভরশীল। অতীতেও আপনারা সবসময় অত্র প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই প্রতিবারের মতো এবারেও আপনাদের সন্তানদের মার্চ পর্যন্ত সকল পাওনা আগামী ১৩ মার্চ এর মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবার সম্মিলিত সার্বিক সহযোগিতায় আমাদের সকলের স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন সম্ভবপর হবে। আপনাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও নিরন্তর সাফল্য কামনায়।